ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সাইফ আলী খানকে হামলাকারী বাংলাদেশি, সত্য নাকি গুজব?

প্রকাশিত: ২৩:১৯, ১৯ জানুয়ারি ২০২৫

সাইফ আলী খানকে হামলাকারী বাংলাদেশি, সত্য নাকি গুজব?

ছবি: সংগৃহীত

বলিউডের নবাব সাইফ আলী খানকে তাঁর নিজ বাড়িতে ছুরি আঘাতের পর তোলপাড় শুরু হয়েছে ভারতীয় বিনোদন দুনিয়ায়। মুম্বাই পুলিশ ৩০টি ইউনিট নিয়ে অপরাধীকে ধরতে তৎপর। সিসিটিভি ফুটেজে এক দুর্বৃত্তের চেহারা ধরা পড়ার পর, পুলিশের অভিযানে সাইফের বাসা থেকে ৩৫ কিলোমিটার দূরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ওই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে, এই দাবিটি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

কিছু ভারতীয় মিডিয়া দাবি করেছে, আটককৃত ব্যক্তি মোহাম্মদ সাজ্জাদ নামে পরিচিত, কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে সে নিজেকে বিজয় দাস হিসেবে পরিচয় দিয়েছে। অন্যদিকে, টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে আটক ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ উল্লেখ করেছে এবং বলেছে যে তিনি ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন।

তবে, এই ঘটনায় একাধিক নাম ও পরিচয়ের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়া বিভিন্নভাবে নাম প্রকাশ করলেও, প্রশ্ন উঠছে— বিনা প্রমাণে কিভাবে কাউকে দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং কেন ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে।

কিছু তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, ভারতীয় মিডিয়া সম্ভবত বাংলাদেশকে জড়িয়ে ঘটনা ঘোরানোর চেষ্টা করছে।

ভিডিও দেখুন: https://youtu.be/e6lfeyiWWYU?si=7rYSKhgh2k4r8ind

এম.কে.

×