ছবি: সংগৃহীত
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয় ছাড়াও লেখালেখি, ছবি আঁকা ও নাচে পারদর্শী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন ভাবনা।
তবে এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন তিনি। নিয়মিত পোস্ট করছেন তার ভক্তদের সঙ্গে।
সম্প্রতি ফেসবুকে একটি লিপ্সিং ভিডিও শেয়ার করেছেন ভাবনা। এতে চিরকুট ব্যান্ডের সুলতানা সুমীর গাওয়া জনপ্রিয় গান "এই শহরের কাক টাও জেনে গেছে"-এর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তিনি।
ভিডিওটি শেয়ার করার পর থেকেই ভক্তদের নজর কাড়ে। "বলছি এবার শোনো/এর মানে নেই কোনো/তোমার চোখে হার মেনেছি জেনো/এই শহরের কাকটাও জেনে গেছে/আমার মনটা তোমার মনে পড়ে আছে"- লিরিকগুলো তার ভক্তদের মন ছুঁয়ে গেছে।
এম.কে.