ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

‘রিকশাগার্ল’ নিয়ে উচ্ছ্বসিত নভেরা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ১৯ জানুয়ারি ২০২৫

‘রিকশাগার্ল’ নিয়ে উচ্ছ্বসিত নভেরা

নভেরা রহমান

প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী নভেরা রহমান। জন্ম থেকেই সহজাতভাবে একজন অভিনেত্রী। কারণ তার মা মোমেনা চৌধুরী এ দেশের বিশেষত মঞ্চপ্রেমী দর্শকের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী। টিভি নাটকেও যিনি দর্শককে মুগ্ধ করেছেন বহু নাটকে অভিনয় করে। সেই মোমেনা চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী নভেরা রহমান। মাত্র চার বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘দূরে কেথাও’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ের দুনিয়ায় পথচলা শুরু। তার অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশাগার্ল’ সিনেমাটি আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্র নাঈমা। আর সেই চরিত্রে অভিনয় করেছেন তিনি। নভেরা রহমান শতভাগ মনোযোগ দিয়ে ‘রিকশাগার্ল’ সিনেমায় অভিনয় করেছেন। কেন দেখা উচিত ‘রিকশাগার্ল’? এমন প্রশ্নের জবাবে নভেরা রহমান বলেন, এই ধরনের গল্পের সিনেমা এর আগে দর্শক দেখেনি। সিনেমার গল্পে নাঈমা একজন আর্টিস্ট, তার স্বপ্ন ছিল বড় আর্টিস্ট হবার। কিন্তু জীবনের প্রয়োজনে রাজধানীতে এসে সে ছেলে সেজে রিক্সা চালায়। ‘রিকশাগার্ল সিনেমার গল্পটা আমার কাছে যুতসই লেগেছে। আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটিতে আমার অভিনয় করা যেতে পারে। আমি দেখতে একটু শ্যামলা, অনেক ফর্সা নই। দেখা গেছে যে নাঈমা যে চরিত্রটি, এমন চরিত্রে অভিনয়ের জন্য অনেক সময় শিল্পীকে আলাদা করে কালো করা হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে নাঈমা চরিত্রের জন্য আমিই পারফেক্ট, তাই বলা যেতে পারে এই চরিত্রটিতে প্রবল আগ্রহ নিয়েই অভিনয় করা। কেমন করেছি, সিনেমার গল্পটাই বা কেমন-সবকিছু জানতে দেখতে দর্শককে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল।
পরিচালকের ভীষণ প্রত্যাশা, নভেরা তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করবেন। নভেরা দেশের বাইরে কানাডায় অর্থনীতি ও থিয়েটার বিষয়ে পড়াশুনা করেছেন। দু’বছর আগে লন্ডনের একটি ইউনিভার্সিটি থেকে প্রযোজনা বিষয়ে মাস্টার্স করেছেন। দেশে ফিরে তিনি রুবায়েত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ (বাংলাদেশে শিমু নামে সিনেমাটি মুক্তি পায়) সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা মান্নান হীরার ‘৭১-এর ক্ষুদিরাম’। কিছু নাটক ও শর্ট ফিল্মেও অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, রিকশাগার্ল, এ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে চলচ্চিত্রটি দেখানো হয়। অবশেষে বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

×