ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

রহস্যের খাঁচায় বন্দি বুবলী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪৩, ১৯ জানুয়ারি ২০২৫

রহস্যের খাঁচায় বন্দি বুবলী

শবনম বুবলী

মাথায় স্কার্ফ বাঁধা, চোখে সানগ্লাস পরা। যার মাথাটা আটকে আছে পাখির খাঁচায়। যে খাঁচার দরজা আবার খোলা। যেন রহস্যময়ী এক নারী। তিনি আর কেউ নন, ঢালিউড ইন্ডাস্ট্রির এখন সবচেয়ে অগ্রগামী নায়িকা শবনম বুবলী। যার সর্বশেষ নজির মিলেছে ‘পিনিক’ সিনেমার লুক পোস্টারে। ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘পিনিক’ সিনেমার নতুন পোস্টারে এক ভিন্নধর্মী রূপে দেখা গেছে শবনম বুবলীকে। তার  খাঁচায় বন্দি এই লুকে রহস্যের ইঙ্গিত স্পষ্ট। ‘পিনিক’ মুক্তি পাচ্ছে আগামী ঈদে।
এর আগে একই সিনেমার ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদকে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে। সেটিও প্রশংসা কুড়িয়েছে, তবে এবার বুবলীর লুকে জন্ম দিয়েছে রহস্য।
সিনেমাটিতে নিজের চরিত্রের বিষয়ে বুবলীর ভাষ্য, আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে। ‘পিনিক’ সিনেমায় আমার চরিত্র তেমনই। নির্মাতা জাহিদ জুয়েল সিনেমাটি সম্পর্কে বলেন, এটি দর্শককে একটা ঘোরের জগতে নিয়ে যাবে। আর সিনেমাটির প্রযোজক আশরাফ কিটো জানান, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঝড় তুলবে ‘পিনিক’। ‘পিনিক’ সিনেমার গল্পে রয়েছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার। সিনেমাটিতে আদর-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহসহ অনেকে।  
এটি প্রযোজনা করছে ইউরো বাংলা। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সহ-প্রযোজনার দায়িত্বে আছে অথবা এন্টারটেইনমেন্ট।

×