ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

তনিমা হামিদ

জয় ভাই আপনাকে তো আমার বান্ধবীর মতো লাগে!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:২৬, ১৯ জানুয়ারি ২০২৫

জয় ভাই আপনাকে তো আমার বান্ধবীর মতো লাগে!

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি  অভিনেত্রী তনিমা হামিদ উপস্থিত হয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি টকশোতে। অনুষ্ঠানের একপর্যায়ে মজার ছলে জয় তনিমাকে জিজ্ঞেস করেন, "আর তুমি আমাকে বিয়ে করলে না কেন?" প্রশ্নটি শুনে তনিমা হাসতে হাসতে উত্তর দেন, "তার সাথে তো কখনো আমার বিয়ের সম্পর্ক ছিল না। জয় ভাই, আপনাকে তো আমার বান্ধবীর মতো লাগে।"

তনিমার এই সহজ-সরল ও হাস্যরসাত্মক প্রতিক্রিয়া অনুষ্ঠানের দর্শকদের আনন্দ দিয়েছে এবং মুহূর্তটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শকরা তাদের মধ্যকার এই মজার কথোপকথনকে উপভোগ করেছেন এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

জাফরান

×