ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

আপত্তিকর ভিডিও ভাইরাল নিয়ে যা বললেন উর্বশী

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ জানুয়ারি ২০২৫

আপত্তিকর ভিডিও ভাইরাল নিয়ে যা বললেন উর্বশী

ছবি: সংগৃহীত।

অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় তাঁর মন্তব্যের পর আবারও কটাক্ষের শিকার হন তিনি। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ভিডিওতে উর্বশীকে পোশাক পরিবর্তন করতে দেখা যায়, যা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।

নেটিজেনরা ওই ভিডিও দেখে ব্যাপকভাবে চিন্তিত হয়ে পড়েছেন। তারা প্রশ্ন তুলছেন, ব্যক্তিগত মুহূর্ত এভাবে প্রকাশ্যে আসার পেছনে কী কারণ থাকতে পারে। ভিডিওটি কিভাবে ছড়ালো, কেন ছড়ালো—এই সব প্রশ্নের উত্তর দিতে এবার মুখ খুললেন উর্বশী রাউতেলা।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী জানান, নির্মাতারা তাঁর কাছে এসে অত্যন্ত হতাশ হয়ে বলেছিলেন, “আমাদের ছবির প্রচার নেই, আলোচনা নেই। ছবির প্রচারের জন্য আমাদের জমি বিক্রি করতে হয়েছে। যদি এই ছবির জন্য কোনো শোরগোল তৈরি না করতে পারি, তবে আমরা দেনার দায়ে রাস্তায় দাঁড়িয়ে যাবো।”

এ সময় উর্বশী আরো বলেন, তিনি প্রযোজকদের কথাই ভেবেছিলেন, আর সেই কারণেই ছবির প্রচারে এমন এক দৃশ্য প্রকাশ করতে রাজি হন। উর্বশী জানালেন, এই ভিডিওটি 'ঘুষপেটিয়া' নামের ছবির একটি অংশ।

এ বিতর্কের পর উর্বশী স্পষ্ট করেছেন যে, তার এই সিদ্ধান্ত ছিল পুরোপুরি প্রযোজকদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে এবং ছবির প্রচারের জন্য।

নুসরাত

×