গত বৃহস্পতিবার বান্দ্রায় নিজ বাড়িতে ছুরি হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। তার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের দাবি, শরিফুল বাংলাদেশি এবং তার বাড়ি ঝালকাঠি জেলায়।
পুলিশ বলেছে, শরিফুল ভারতে অবৈধভাবে প্রবেশ করেন এবং তিনি একাধিক ছদ্মনাম ব্যবহার করে দেশটিতে বসবাস করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, শরিফুল চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে প্রবেশ করেন। ওই সময়ই ছুরি হামলার ঘটনা ঘটে। তারা দাবি করেছে, শরিফুল জানতেন না তিনি বলিউড তারকার বাড়িতে প্রবেশ করেছেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাইফের ওপর হামলার পর থেকে পুলিশ তদন্তে নামে। তারা ছত্রিশগড় এবং মুম্বাই থেকে আলাদা দুজনকে প্রথমে গ্রেপ্তার করে। কিন্তু পরবর্তীতে জানা যায়, তারা এ ঘটনায় জড়িত নয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, শরিফুলকে গ্রেপ্তার করা হয় থানে থেকে। তিনি এই ঘটনার পর বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিলেন বলেও দাবি করেছে বার্তাসংস্থাটি।
শরিফুলের বিরুদ্ধে ভারতীয় নয়া সনহীতা ধারায় মামলা করা হয়েছে। যারমধ্যে আছে হামলা ও চুরি, অবৈধভাবে ভারতে প্রবেশ করায় পাসপোর্ট আইনে অভিযোগ।
সংবাদ সম্মেলনে পুলিশ জোন-৯ এর উপকমিশনার দিক্ষীত গেদাম বলেছেন, শরিফুল ‘বিজয় দাস’ ছদ্মনাম ব্যবহার করে ভারতে অবস্থান করছিলেন। তিনি মুম্বাইয়ে পাঁচ-ছয় মাস ছিলেন এবং সেখানে বিভিন্ন গৃহস্থালি কাজ করেছেন।
শিহাব