ছবি : সংগৃহীত
জনপ্রিয় গায়ক দর্শন রাভাল তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ও বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিবাহের কয়েকটি সুন্দর ছবি শেয়ার করেন।
ছবিতে দেখা যায়, দর্শন পরেছেন একটি আইভরি শেরওয়ানি, আর ধারাল জড়িয়েছেন লাল রঙের মনোরম লেহেঙ্গা। ছবির ক্যাপশনে দর্শন লিখেছেন, "আমার সেরা বন্ধু চিরদিনের জন্য।"
এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ফেসবুকজুড়ে এক অদ্ভুত দুঃখের আবহ তৈরি হয়েছে। বিশেষত বাংলাদেশের তরুণী ভক্তরা দর্শনের বিয়ের খবরে হতাশা প্রকাশ করেছেন। অনেকেই নিজেদের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে তাঁদের মন ভাঙার কথা প্রকাশ করছেন। কেউ লিখেছেন, "ক্রাশের বিয়ে হয়ে গেল!" আবার কেউবা মজার ছলে বলছেন, "আজ আর কিছুই ভালো লাগছে না।"
একজন ভক্ত লিখেছেন, "যে মানুষটার গলায় এত ভালোবাসার সুর, তাঁকে এত ভালোবাসা দিয়েও আমরা ধরে রাখতে পারলাম না।" আরেকজন লিখেছেন, "দর্শন, তুমি আমাদের ছেড়ে চলে গেলে।"
যাঁরা জানেন না, তাঁদের জন্য বলি, দর্শন রাভাল ২০১৪ সালে ইন্ডিয়াজ র’ স্টার-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নেন। যদিও তিনি বিজয়ী হননি, প্রতিযোগিতার রানার-আপ হওয়ার পর থেকেই তাঁর সঙ্গীতজীবন নতুন মোড় নেয়।
২০১৫ সালে বলিউডে তাঁর অভিষেক ঘটে। লভযাত্রী ছবির জনপ্রিয় গান চোগাদা দর্শনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর তিনি শেরশাহ-এর কভি তুমহে, রকি অউর রানি কি প্রেম কাহানি-এর ঢিন্ডোরা বাজে রে, এবং ইশক বিশক রিবাউন্ড-এর সোনি সোনি-র মতো হিট গান গেয়ে বলিউডে নিজের অবস্থান দৃঢ় করেন।
বলিউডের পাশাপাশি তিনি গুজরাটি ও তেলুগু গানেও কণ্ঠ দিয়েছেন। তেলুগু ছবির জার্সি থেকে নীডা পাদাধানি গানটি বিশেষভাবে প্রশংসিত।
ধারাল সুরেলিয়া, যাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী তিনি স্থাপত্য ও ডিজাইনের সঙ্গে যুক্ত, দর্শনের দীর্ঘদিনের প্রেমিকা ছিলেন। তাঁদের বিয়ে ঘিরে ভক্তদের আনন্দ ও দুঃখের মিশ্র প্রতিক্রিয়া সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
মারিয়া