ছবি: সংগৃহীত।
সাইফ আলী খানের ওপর হামলাকারী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তবে অভিযুক্তের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, শেহজাদ একজন ভারতীয় নাগরিক। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মুম্বাইয়ের আদালতে শেহজাদকে তোলার পর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে অভিযুক্তের আইনজীবী সন্দ্বীপ শেখানি জানিয়েছেন, শেহজাদ বাংলাদেশি নাগরিক হওয়ার কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, শেহজাদ ও তার পরিবার গত সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন।
রোববার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে জানানো হয়েছে, শেহজাদকে মুম্বাইয়ের থানের হীরানন্দনি এস্টেট থেকে গ্রেপ্তারের পর পুলিশ দাবি করে, তিনি ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। তবে শেহজাদের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি ভারতের নাগরিক, এবং তার পরিবারও দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে।
গত বৃহস্পতিবার ভোরে, সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন শেহজাদ। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়, এবং শেহজাদ সাইফ আলি খানকে একাধিকবার ছুরিকাঘাত করেন। এতে সাইফ আলি খানের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। বর্তমানে সাইফ আলি খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তদন্ত করছে যে, হামলা পূর্বপরিকল্পিত ছিল কি না, পাশাপাশি শেহজাদের কোনো সহযোগী ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নুসরাত