কুসুম শিকদার
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন কুসুম শিকদার।
বর্তমানে প্রেমের প্রস্তাব কেমন আসে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কফি ডেটের প্রস্তাব আসে। তবে কফি ডেটের প্রস্তাবের আগেই তারা আপু ডেকে বসেন। আপু বলে সম্বোধন করে আবার কফি ডেটের প্রস্তাব দেয়া কেমন! তারা হয়তো ভাবে আপু ডাকলে আমি অনেক খুশি হব৷ আগে আপু ডাকা বাদ দিতে হবে।
প্রডিউসারদের থেকে টমন প্রস্তাব আসে কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার কি এখন এই বয়স আছে। আমি নিজেই এখন প্রডিউসার। তবে আগে আসতো যখন ছোট ছিলাম। শুরুর দিকে কাজ করতাম
ইসরাত