ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বিয়ের প্রস্তাবে অতিষ্ঠ তাহসানপত্নী রোজা!

প্রকাশিত: ১৩:২৭, ১৯ জানুয়ারি ২০২৫

বিয়ের প্রস্তাবে অতিষ্ঠ তাহসানপত্নী রোজা!

ছবি: সংগৃহীত

তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদকে ঘিরে আলোচনা থামছেই না। আলোচিত এই দম্পতি এখন সংবাদের শীর্ষে। এর মধ্যে আলোচনায় এসেছিল রোজা আহমেদের গত বছরের একটি ফেসবুক পোস্ট। গত বছরে তিনি নিজের প্রতিষ্ঠান "রোজাস ব্রাইডাল মেকওভার অ্যান্ড বিউটি কেয়ার"-এর কাজ সম্পন্ন করেন। সেই উপলক্ষে একটি সেলফি শেয়ার করে তিনি সবার কাছে দোয়া চান এবং তার জীবনের কঠিন পথচলার গল্প তুলে ধরেন। উল্লেখ করেন কিভাবে আত্নীয়রা বিয়ের প্রস্তাব আনায় বিরক্ত হতেন রোজা।

রোজা লিখেছেন, বাবা মারা যাওয়ার পর থেকেই প্রস্তাব আসা শুরু করে। এই রিলেটিভ একে আনে ঐ রিলেটিভ ওকে আনে। সেই সময় আমি প্রথম ভয়েস রেইস করেছি, যে আমার বয়স কম আর বাবা মারা গিয়েছে কি হয়েছে বাবার আর আমার স্বপ্নতো মারা যায় নি!

তিনি আরো বলেন, ঐ দিন কথাটায় খুব মাইন্ড করেছিল আমার কাছে্র লোকজন। বড়দের মুখে মুখে কথা, আমি আর মানুষ হব না। আর সেই থেকেই রটানো হয় কতো কথা। সারাদিন নাকি ছেলেদের সাথে ঘুরি, আমার বন্ধু-বান্ধব সার্কেল ভাল না, পর্দা করি না আরও কতো কি। মেয়েতো নিশ্চয়ই প্রেম করে আর না হলে এতো ভাল প্রস্তাব ফিরিয়ে দেয়? আর প্রতিদিন এভাবেই বাসায় অভিযোগ আসা শুরু করে। কিন্তু আমার ভয়েস রেইসে সবাই এইভাবে রিয়াক্ট করবে বুঝতে পারি নি।

রোজা বলেন, আমার মা এতো অভিযোগ শুনতে শুনতে বলল, তুই আমাকে ছুঁয়ে বল এই সব অভিযোগ কি সত্যি। আমি মাকে ছুঁয়ে বললাম না মা সব মিথ্যে। আমিতো স্কুল আর বাসা বাদে কোথাও যাই না। এই বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম মায়ের সাথে। ওইদিনের পর থেকে মা আমার সাথে নিয়মিত কোচিং এ যেত আবার এসে বাসার সবার জন্য রান্না করতে হতো ,খুব কষ্ট হয়ে যেত তার। তখন নিজের কাছে মনে হত আমি সবার জন্য একটা বোঝা, সব ক্ষেত্রেই আমার দোষ। 

নাহিদা

×