ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে আক্রমণের ঘটনায় গ্রেপ্তারকৃত ৩০ বছর বয়সী ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ।
রবিবার ভোরে বান্দ্রা থানার পুলিশ শেহজাদকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন সামগ্রীর ভিত্তিতে পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছেছে। শেহজাদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো চুরির উদ্দেশ্যে অপরাধ সংগঠিত করা।
পুলিশ জানায়, অভিযুক্ত শেহজাদ প্রথমবার সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে অপরাধের দিন। শেহজাদ প্রায় পাঁচ-ছয় মাস আগে মুম্বাইয়ে আসে। কিছুদিন মুম্বাই শহরে থাকার পর শহরের প্রান্তিক এলাকায় অবস্থান করে। দুই সপ্তাহ আগে সে আবার মুম্বাইয়ে প্রবেশ করে।
"বিদেশি নাগরিক আইন, ১৯৪৬ এবং বিদেশি আদেশ, ১৯৪৮-এর সঙ্গে ভারতীয় দণ্ডবিধি প্রয়োগ করা হয়েছে," বলেন ডিসিপি দীক্ষিত গেদাম।
পুলিশ আরও জানায়, শেহজাদ থানে এলাকায় একটি হাউসকিপিং সংস্থায় কাজ করছিল এবং ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করছিল। অভিযুক্তকে রবিবার একটি বিশেষ আদালতে হাজির করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নাহিদা