ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

যখনই ফেসবুকে আসি দেখি রোজা ভাত খাচ্ছে

প্রকাশিত: ১১:১১, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:০২, ১৯ জানুয়ারি ২০২৫

যখনই ফেসবুকে আসি দেখি রোজা ভাত খাচ্ছে

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বছরের শুরুতেই ভক্তদের চমকে দিয়ে চুপিসারে বিয়ে করেছেন। তার স্ত্রী রোজা আহমেদ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাহসানের নতুন জীবনের এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ একজন সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ওপর পড়াশোনা করে যুক্তরাষ্ট্রের কুইন্সে “রোজাস ব্রাইডাল মেকওভার” নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার দক্ষতা তাকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পরিচিতি এনে দিয়েছে।

বিয়ের খবর প্রকাশের পর, রোজার ব্যক্তিগত ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, তার খাওয়ার ভিডিওগুলো এখন নেটিজেনদের বিনোদনের উৎস হয়ে উঠেছে। ঝাল খাওয়ার দৃশ্য থেকে শুরু করে সাধারণ ভাত খাওয়ার ভিডিও, সবই এখন ভাইরাল। অনেকে মজা করে বলছেন, “যখনই ফেসবুকে আসি দেখি রোজা ভাত খাচ্ছে।”

রোজার ফেসবুক পেজ “রোজাস ব্রাইডাল মেকওভার”-এর ৯ লাখের বেশি অনুসারী রয়েছে। শুধু মেকআপ দক্ষতাই নয়, তার খাদ্যপ্রেমী চরিত্র এবং সরল উপস্থাপন তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। তার এসব ভিডিও ভক্তদের কাছে অন্যরকম বিনোদন জুগিয়েছে।

তাহসান ও রোজার বিয়ের খবর ভক্তদের যেমন অবাক করেছে, তেমনি তাদের নতুন জীবনের প্রতি আগ্রহও বাড়িয়েছে। বিনোদন দুনিয়ায় এই দম্পতি এখন আলোচনার শীর্ষে। তাদের সম্পর্কের রসায়ন নিয়ে ভক্তরা প্রতিনিয়ত মন্তব্য করছেন।

নতুন জীবনের জন্য এই দম্পতিকে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। অন্যদিকে, রোজার খাবারের ভিডিও ও তাহসানের সঙ্গে তার জীবনের নতুন অধ্যায় নেটিজেনদের বিনোদনের নতুন রসদ হয়ে উঠেছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=TnCD9YJGNy0

সায়মা ইসলাম

×