ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

এ্যাওয়ার্ড পেয়ে এত খুশি কুসুম শিকদার! (ভিডিওসহ)

ইসরাত

প্রকাশিত: ১০:০৫, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:০৮, ১৯ জানুয়ারি ২০২৫

এ্যাওয়ার্ড পেয়ে এত খুশি কুসুম শিকদার! (ভিডিওসহ)

কুসুম শিকদার

সম্প্রতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন ২ এ বছরের সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার (শরতের জবা)। 

গতকাল ১৭ জানুয়ারি শিল্প-সংস্কৃতির কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ (সিজন-২)’ রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘হলিডে ইন’-এ। 

চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, উদ্যোক্তাসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা শিমলা, উদীয়মান চিত্রনায়িকা নাবিলা ও চিত্রনায়ক জিয়াউল রওশন। সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছেন কুসুম শিকদার। সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভিন, রক সংগীত শিল্পী মিলা, তরুণ সংগীত শিল্পী আবরার সাহির।

সেরা সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন ইমন শওকত। নাটকে সেরা চরিত্রে পেয়েছেন সাবিলা নূর, খাইরুল বাশার ও তরুণ নাট্যকার সামন্তী সুওমি। সেরা নাট্য পরিচালক হিসেবে মহিদুল মহিম। সেরা নৃত্য পরিচালক হিসেবে ইভান শাহরিয়ার সোহাগ, সেরা নৃত্যশিল্পী আনিকা কবির শখ। সেরা মডেল হিসেবে পেয়েছেন পিয়া জান্নাতুল ও তরুণ মডেল আহমেদ বিন সবুজ। ওয়েব সিরিজ অভিনয়ে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও সেরা অভিনেত্রী মৌসুমী হামিদ। ওয়েট ফ্লিম অভিনয়ে সেরা অভিনেত্রী রুনা খান ও অভিনেতা সজল নুর। সেরা এঙ্কর হিসেবে পেয়েছেন দেবাশীষ বিশ্বাস ও তমা রশিদ। সেরা ব্র্যান্ড প্রোমোটার হিসেবে সম্মাননা পেয়েছেন বারিশা হক।

উল্লেখ্য,  কুসুম শিকদার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক।  ২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।   তার দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ-এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন এবং তার অভিনীত পরবর্তী চলচ্চিত্র শঙ্খচিল-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১০ সালে গহীনে শব্দ দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিনয় শিল্পী হিসেবে এবং ২০২৪ সালে 'শরতের জবা' দিয়ে পরিচালক হিসেবে অভিষেক করেন।

সূত্র: https://www.facebook.com/share/r/19tENCwG9C/

ইসরাত

×