ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সামান্থা

সবচেয়ে অপ্রয়োজনীয় খরচ ছিল প্রাক্তনের জন্য উপহার কেনা

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ০৯:৪১, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৪৭, ১৯ জানুয়ারি ২০২৫

সবচেয়ে অপ্রয়োজনীয় খরচ ছিল প্রাক্তনের জন্য উপহার কেনা

ছবি: সংগৃহীত

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একটি টক শো-তে অংশ নিয়ে দর্শকদের সামনে এক মজার স্বীকারোক্তি করেন। শো-এর সঞ্চালক তাকে প্রশ্ন করেন, "তুমি এখন পর্যন্ত তোমার টাকা সবচেয়ে অপ্রয়োজনীয় কোন জিনিসে খরচ করেছ?" উত্তরে সামান্থা হাসতে হাসতে বলেন, "আমার প্রাক্তন স্বামীর জন্য অপ্রয়োজনীয় ও অত্যন্ত ব্যয়বহুল উপহার কেনার জন্য।"

তার এই উত্তর শো-এর দর্শকদের মধ্যে হাসির ঝড় তোলে এবং মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।


সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য এক সময় দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত তারকা দম্পতি ছিলেন। ২০১৭ সালে তাদের বিয়ে হলেও ২০২১ সালে তারা বিবাহ বিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে যান। পরবর্তীতে নাগা চৈতন্য অভিনেত্রী সবিতাকে বিয়ে করেন। সামান্থা তার মন্তব্যে সরাসরি কারো নাম উল্লেখ না করলেও অনেকেই বুঝতে পেরেছেন, তিনি ইঙ্গিত করেছেন তার প্রাক্তন সম্পর্কের দিকে।

বর্তমানে সামান্থা তার অভিনয় জীবনে ব্যস্ত সময় পার করছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খুবই খোলামেলা থাকেন। তার মজার এই স্বীকারোক্তি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
 

জাফরান

×