ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বহুল আলোচিত ছবি ‘ইমার্জেন্সি’ নানা বিতর্ক ও বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে মুক্তির দিনক্ষণ পেয়েছে।
আগামী ১৭ জানুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তবে বাংলাদেশে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ইমার্জেন্সি’ বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান রাজনৈতিক সম্পর্কের জটিলতার সঙ্গে জড়িত।
ধারণা করা হচ্ছে, ছবির বেশ কিছু বিষয়বস্তু দুই দেশের মধ্যকার রাজনৈতিক সমস্যাকে প্রভাবিত করতে পারে। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবিটিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। পাশাপাশি, এটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন তিনি।
যদিও ছবিটির মুক্তি শুরু থেকেই নানা সমস্যার সম্মুখীন হয়েছে। সেন্সর বোর্ডের আপত্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার অভিযোগে ছবির কিছু দৃশ্য বাদ দিতে হয়েছে।
প্রথম পরিচালিত ছবিতে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় ভবিষ্যতে রাজনৈতিক বিষয়ভিত্তিক সিনেমা থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন কঙ্গনা।
তবে সব বাধা পেরিয়ে ‘ইমার্জেন্সি’ অবশেষে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিতর্ক ও আলোচনা চলতে থাকলেও ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা রয়েছে তুঙ্গে।
ভিডিও দেখুন: https://youtu.be/hVS74n9bR2w?si=AGFcD6HFF5IFICMR
এম.কে.