ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

লাল শাড়িতে চমৎকার লুকে দর্শনা বণিক

প্রকাশিত: ২৩:৩৭, ১৮ জানুয়ারি ২০২৫

লাল শাড়িতে চমৎকার লুকে দর্শনা বণিক

ছবি: সংগৃহীত

কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন'–এ। দেখা গেছে গতবছর মুক্তি পাওয়া 'ওমর' সিনেমায়ও। এমনিতে ওপার বাংলার নতুন অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। আরেক জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর ২০২৩ সালে।

 

গতবছর কোরবানির ঈদে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে তাঁকে দেখা গেছে 'ইতিবৃত্ত' টেলিফিল্মে, যেখানে তাঁকে দর্শকরা খুব পছন্দ করেছেন। দর্শনা এমনিতেই অত্যন্ত সুন্দরী যাকে বলে।

 

মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়। দর্শনার ফেসবুকে ঢুঁ মেরে দেখা গেল, তিনি লাল শাড়িতে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। তবে দেশি লুকে এই মিষ্টি হাসির অভিনেত্রীর জুড়ি নেই।

তাবিব

×