ছবি: সংগৃহীত
প্রিয়ঙ্কা চোপড়া বিয়ে করেছেন তাঁর থেকে বয়সে অনেক ছোট হলিউড তারকা নিক জোনাসকে। বিয়ের আগে প্রিয়ঙ্কার সঙ্গে বলিউডের ‘বাদশা’শাহরুখ খানের সম্পর্ক নিয়ে কানাঘুষা শোনা গিয়েছিল। শাহিদ কাপুরের সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে চর্চা হয়েছিল। তবে সেসব এখন অতীত। পুরোনো সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে প্রিয়ঙ্কা এখন নতুন জীবনে অনেকটাই স্থিতিশীল।
বিবাহিত জীবনের ছয় বছর পেরিয়ে প্রিয়ঙ্কা-নিক দম্পতির সুখী মুহূর্তগুলো মাঝেমধ্যেই উঠে আসে সামাজিক মাধ্যমে। কখনও তাঁরা একান্তে ছুটি কাটাচ্ছেন, কখনও তিন বছরের কন্যা মালতীকে নিয়ে সৈকতে খেলছেন, আবার কখনও রাতের নির্জনতায় পরস্পরের আলিঙ্গনে মগ্ন। তাঁদের দাম্পত্যে সুখ ও প্রেম যেন স্পষ্ট।
তবে প্রিয়ঙ্কার মা মধু চোপড়ার মতে, প্রেম যত গভীরই হোক না কেন, একদিন তা জানালা দিয়ে পালিয়ে যাবে। তাঁর এই মন্তব্যে দাম্পত্য ও প্রেমের প্রতি এক ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে।
মধু ওই মন্তব্যটি অবশ্য শুধু কন্যা প্রিয়ঙ্কার কথা ভেবে বলেননি। প্রিয়ঙ্কার মতো বিবাহিত বা যাঁরা বিবাহ ছাড়াই প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের প্রত্যেকের কথা মাথায় রেখেই নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে কথাটি বলেছেন তিনি। একটি পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্কে কি তিনি বিশ্বাসী? জবাবে মধু বলেন, ‘‘যে কোনও সম্পর্কই তেপায়ার উপর দাঁড়িয়ে থাকে। ওই তিনটি পায়ার একটি হল প্রেম। অন্য দু’টি হল বিশ্বাস এবং শ্রদ্ধা। প্রেম কোনও না কোনও দিন জানলা দিয়ে পালাবে অথবা তাতে ক্ষয় ধরবে। বিশ্বাস এবং শ্রদ্ধা সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবে।’’
রাসেল