ছবি: সংগৃহীত
নওরিন আফরোজ। তাঁর স্বপ্ন ছিল মডেল হওয়ার কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নটাও পাল্টে গেছে। ভেবেছিলেন হবে নামকরা কোন অভিনেত্রী। পাবেন তারকাখ্যাতি কিন্তু না, এ পথে তিনি আর আসেননি।
কিন্তু, স্বপ্ন ছাড়া স্বপ্নহীন হওয়া মেয়ের মতো নন তিনি। তাই অভিনেত্রী হবার প্রবল ইচ্ছা থেকে বের হয়ে স্বপ্ন দেখা শুরু করলেন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। মনের মধ্যে সে স্বপ্ন বুনেই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা নওরীন আফরোজ। এর বাইরেও তার আরেকটি পরিচয় তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর; বিভিন্ন সময় সোশ্যাল ওয়ার্ক নিয়ে তৈরি করেন ব্লগ।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় তাঁর এক বান্ধবী সাঁজগোজে ব্যস্ত, আর বান্ধবীকে আয়না ধরে সাঁজগোজে সহায়তা করছেন নওরিন।
ভিডিও লিংক: https://www.facebook.com/reel/2007652713073119
তিনি খুনসুটি করে বলেন, আয়নাটা ওর চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাও ও দেখতে পায়না। বান্ধবীকে তিনি জিজ্ঞেস করেন, তুই কি আদৌ দেখতে পাচ্ছিস?
মজা করে তিনি বলেন, কি পরিমাণ কানা সে! চশমা ছাড়া কিছু দেখতে পায়না। আমাকে দেখতে পাচ্ছিস?
শিহাব