ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

অনেকের দৃষ্টিতে মিথিলার চেয়ে ব্যর্থ নারী আর কেউ নাই: রুনা খান

প্রকাশিত: ২১:০৮, ১৮ জানুয়ারি ২০২৫

অনেকের দৃষ্টিতে মিথিলার চেয়ে ব্যর্থ নারী আর কেউ নাই: রুনা খান

ছবিঃ সংগৃহীত

মেধাবী অভিনেত্রী মিথিলার কাজ ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করে সমালোচনা করার প্রবণতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী রুনা খান। তার মতে, মিথিলা একজন প্রতিভাবান অভিনয়শিল্পী এবং তার ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা অত্যন্ত অসুন্দর একটি চর্চা।

রুনা খান বলেন, "মিথিলার মতো মেধাবী অভিনেত্রী বাংলাদেশে হাতে গোনা। তিনি একজন গুণী মানুষ, একজন শিল্পী। তার ব্যক্তিজীবনের ঘটনা, যেমন বিবাহবিচ্ছেদ কিংবা নতুন বিয়ে, এগুলো তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু অনেকের দৃষ্টিতে মিথিলার চেয়ে ব্যর্থ নারী আর কেউ নেই। এটি শুধু তাকে নয়, আমাদের সংস্কৃতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।"

তিনি আরও বলেন, "মিথিলাকে আমরা চিনি তার অভিনয় এবং সৃজনশীল কাজের জন্য। তার গান গাওয়ার প্রতিভাও আছে। কিন্তু তাকে নিয়ে কাজের পরিবর্তে ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করা অত্যন্ত অসুন্দর একটি অভ্যাস।"

রুনা খান মনে করেন, শিল্পীদের মূল্যায়ন হওয়া উচিত তাদের কাজের ভিত্তিতে, ব্যক্তিজীবনের ঘটনায় নয়। এ ধরনের সমালোচনা শুধু একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে না, বরং নতুন শিল্পীদের জন্যও একটি নেতিবাচক উদাহরণ তৈরি করে।

তিনি সবাইকে আহ্বান জানান, শিল্পীদের কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং তাদের ব্যক্তিজীবন নিয়ে অহেতুক সমালোচনা থেকে বিরত থাকতে।

মারিয়া

×