ছবিঃ সংগৃহীত
নিজের বিয়ে নিয়ে চারদিকে চলা আলোচনা নিয়ে মজা করে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা জামান। তিনি বলেন, "যার বিয়ে তার খবর নেই, কিন্তু পাড়া-প্রতিবেশীর ঘুম হারাম। তবে সবার কৌতূহল দূর করতে বলতে চাই, আমি একটু দেরিতে বিয়ের পিঁড়িতে বসবো।"
তিনি আরও বলেন, "পাত্রের অপেক্ষায় ব্রাইডাল লুকে সুন্দরভাবে সেজে বসে আছি। বর কোথায় আছো, চলে এসো!" কথাটি বলার সময় হাসতে হাসতে নিজের আনন্দ প্রকাশ করেন তিনি।
বিয়ে নিয়ে সবার প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, "আমার বিয়ে তখনই হবে, যখন আল্লাহ আমার রিজিকে লিখে রাখবেন। এই বিশ্বাস আমার কাছে খুব স্বস্তিদায়ক।"
প্রিয়াঙ্কার মতে, ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে ভালো, বিশেষ করে একজন ধার্মিক পাত্র পাওয়ার জন্য।
মারিয়া