ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

দুর্ঘটনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন

প্রকাশিত: ১৭:২৮, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৪৭, ১৮ জানুয়ারি ২০২৫

দুর্ঘটনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন

ছবিঃ সংগৃহীত

নিউমার্কেট বাজারে বড় ছেলে নিষাদ হুমায়ূনের সাথে কাজ শেষ করে গাড়ির দিকে ফিরছিলেন মেহের আফরোজ শাওন। গতকাল (১৭ জানুয়ারি) জুম্মার নামাজের সময় দুপুর ১:৫৫ নাগাদ, যখন নিউমার্কেটের ভেতরের রাস্তা প্রায় ফাঁকা ছিল, তখন হঠাৎ রাস্তায় পা রাখার সাথে সাথেই এসে পড়ে ‘বাংলার টেসলা’ খ্যাত একটি ইঞ্জিন চালিত রিকশা।

রিকশাচালক কোনোরকম সাড়া না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে শাওনকে সজোরে ধাক্কা দেন। সেই ধাক্কায় শাওন ৩৬০ ডিগ্রী ঘুরে রাস্তায় পড়ে যান এবং রিকশার পেছনের চাকা তার বাম পা'র উপর দিয়ে চলে যায়। তবে, রিকশাচালক তার দোষ কিছুটা স্বীকার করেন এবং স্থানীয়রা তৎক্ষণাত শাওনকে সাহায্য করতে এগিয়ে আসেন। এক চা দোকানদার শাওনের পায়ে ফিল্টার পানির জার ঢেলে তাৎক্ষণিক আরাম দেন।

শাওন বিশেষভাবে কৃতজ্ঞতা জানান তার বন্ধু অর্পিতাকে, যিনি চরম অস্থির পরিস্থিতিতেও শান্ত থেকে শাওনকে হাসপাতালে নিতে সহায়তা করেছিলেন এবং নিষাদকে সামলানোর চেষ্টা করেছিলেন। শাওন বলেন, "অর্পিতা, তুই আমার শক্তপোক্ত মেয়ে হিসেবে সত্যিই দায়িত্ব পালন করে দেখালি।"

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শাওন জানান, আল্লাহর দয়ায় তার পা ভাঙেনি, তবে পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে। পূর্ণ বিশ্রাম ও ওষুধে কয়েক দিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তিনি এও উল্লেখ করেন, যাদের মধ্যে কিছু মানুষ তার ব্যান্ডেজ করা পায়ের ছবি দেখে হাসাহাসি করেছে, তাদের উদ্দেশ্যে মৃদু ভাষায় বলেন, "তাদের আশার গুড়ে বালি।"

 

মারিয়া

×