ছবি- সংগৃহীত
সম্প্রতি নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। রক্তাক্ত সাইফকে অটোতে করেই হাসপাতালে নিয়ে যান তার বড় ছেলে ইব্রাহিম আলী খান। রক্তাক্ত সাইফ আলী খানকে বিনা ভাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া সেই অটোচালক জানালেন সেদিনের রাতের ঘটনা।
ভজন সিং রানা নামে সেই অটো চালক বলেন, বান্দ্রার রাস্তায় গভীর রাতে আমি তখন অটো চালিয়ে আসছি। হঠাট এক নারীর চিৎকার কানে আসে। তিনি আমাকে সাহায্যের জন্য কাকুতি মিনতি করা শুরু করেন। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে সেটা সাইফ আলি খানের বাড়ি। আমি ভেবেছি, চারদিকে যেমন হেনস্তার ঘটনা ঘটে, তেমনই কিছু হবে।
ভজন সিং বলেন, পরে দেখি গুরুতর জখম অবস্থায় সাইফ হেঁটে আমার অটোতে উঠে বসলেন। একটা বাচ্চা এবং আরেকজন সঙ্গে ছিলেন। অটোতে উঠেই সাইফ প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন হাসপাতালে পৌঁছাতে কতক্ষণ লাগবে? আমরা ৮-১০ মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যাই।
অটো চালক বলেন, তার ঘাড়, পিঠ থেকে রক্ত ঝরছিল। সাদা পাঞ্জাবি রক্তে ভিজে লাল হয়ে যায়। ততক্ষণে অনেকটা রক্তক্ষরণও হয়ে যায়। ওই পরিস্থিতি দেখে আমি ভাড়া নেইনি। তবে সাইফ আলি খানকে দুঃসময়ে সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছে।
Link- https://www.youtube.com/watch?v=QUW_0hrOIt0
মনিষা মিম