ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

তিন বেলা ভাত খান জয়া আহসান

প্রকাশিত: ১৩:৫৫, ১৮ জানুয়ারি ২০২৫

তিন বেলা ভাত খান জয়া আহসান

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দ ও জীবন নিয়ে কথা বলেছেন। সাধারণ কিন্তু ব্যক্তিগত কিছু বিষয়ে তিনি বেশ খোলামেলা মন্তব্য করেছেন।

জয়ার প্রিয় খাবার কী? এই প্রশ্নে তিনি জানান, ভাত তার সবচেয়ে পছন্দের। এমনকি তিনি দিনে তিন বেলাও ভাত খেতে পারেন। 

পছন্দের জায়গা নিয়ে জয়া বলেন, দেশের মধ্যে বান্দরবান তার মন কেড়েছে। আর দেশের বাইরে লন্ডন তার প্রিয় জায়গা। 

পোশাকের ক্ষেত্রে জয়া শাড়িকেই এগিয়ে রাখেন। তবে তার কাছে আরামদায়ক পোশাকই সবচেয়ে প্রিয়।

গানের প্রসঙ্গে জয়া বলেন, আমি প্রায় সব ধরনের গান শুনি। তবে ‘বয়ে যায় নক্ষত্র’ গানটি আমার অনেক ভালো লাগে।

প্রিয় মানুষ হিসেবে তিনি পরিবারের সদস্যদের কথা উল্লেখ করে বলেন, আমার পরিবারই আমার সবচেয়ে প্রিয়। এছাড়াও, খুশি হলে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। অন্যদিকে, রাগ বা দুঃখ পেলে নিজের মধ্যে চুপ করে থাকেন এবং খুব একটা প্রকাশ করেন না তিনি।

সায়মা ইসলাম

×