ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

দীঘির বাবা, দীঘির বন্ধু

প্রকাশিত: ১২:৫০, ১৮ জানুয়ারি ২০২৫

দীঘির বাবা, দীঘির বন্ধু

ছবি : সংগৃহীত

রাজধানীতে একটি সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘী এবং তার বাবা। সেখানে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় দিঘিকে। সেই প্রশ্নের উত্তর দেন তিনি।
 
একপর্যায়ে সাংবাদিক তাকে তার বাবা প্রসঙ্গে জিজ্ঞেস করলে দারুন করে জবাবে তিনি বলেন, বাবা আমার বেস্ট ফ্রেন্ড।' 

তিনি আরও বলেন, 'আমাদের মধ্যে এমন অনেক আলোচনা হয়, যেটা অনেকেই ভাববে বাবা মেয়ে কিভাবে আলোচনা করছে। আসলে বাবা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, খেতে যাই। মা মারা যাবার পর থেকে তিনি সবসময় আমার খেয়াল রেখেছেন। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড।' 
 
এরপর সাংবাদিক দীঘির বাবাকে প্রশ্ন করলেন আপনার চোখে দীঘি কেমন এটা জানতে চাই। 

যার উত্তরে তিনি বলেন, আমার চোখে তো আমার মেয়ে সব সময় রাজকুমারী হয়েই থাকবে। সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক ভালো থাকুক। আর অভিনয়ের কথা নাই বললাম। সে সর্বগুণে গুণান্বিত হোক। আমার দোয়া সব সময় তার সঙ্গে থাকবে।'  

এমন সময় তাদের দুইজনকে আবেগে আপ্লুত অবস্থায় দেখা যায়।

সুত্রঃ https://www.facebook.com/watch/?v=1256590592152744&rdid=Grt5Io4mb915B9uC

শিলা ইসলাম

×