ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

তাহসান কেন রোজাকে বিয়ে করেছে?

প্রকাশিত: ০০:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫০, ১৮ জানুয়ারি ২০২৫

তাহসান কেন রোজাকে বিয়ে করেছে?

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে স্যোসাল মিডিয়া সরগরম। দ্বিতীয়বার বিবাহ বাধনে আবদ্ধ হয়েছেন মেকাপ আর্টিস্ট রোজার সাথে। নেটিজেনরা রোজা আহমেদ ও তাহসানের বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়া ঝড় তুলেছেন।

কেউ নিয়েছে তাহসানের পক্ষ, আবার কেউবা তার প্রক্তন স্ত্রী মিথিলার পক্ষ। তবে যাই হোক না কেন, নতুন স্ত্রী নিয়ে ভালোই আছেন তাহসান। কিন্তু বিতর্ক যেন  কিছুতেই তার পিছু ছাড়ছেনা।

সম্প্রতি এক নারী ফেসবুকে রোজার পক্ষ নিয়ে কথা বলেছে। বাবা হারা একা একটি মেয়ে কীভাবে যুক্তরাষ্ট্রের মত দেশে টিকে আছে। বাঙ্গালিদের জনপ্রিয় একটি এলাকায়  এই রোজা নিজের যোগ্যতায়  সেলুন দিয়েছে। যদিও ধরে নেয়া হয়, তার বাবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ক্রসফায়ারে নিহত হয়েছে।

কিন্তু রোজা তার বাবার পরিচয় না নিয়ে নিজের পরিচয়ে বড় হয়েছে। রোজা স্ট্রাগল করে, নিজের পরিশ্রমে এতদূর এসেছে। নিজেকে সফল করেছে। আর তাহসান তার সেলেব্রেটি তকমা ব্যবহার করে রোজাকে বিয়ে করেছে। 

মেয়েটি বলেন, ‘হঠাৎ করে কেন আপনারা মেয়েটার পিছনে লেগেছেন এটা আমি বুঝতে পারছি না। এতদিন তো ভালো ছিল, তাহসানকে বিয়ে করাতে আপনারা তাকে নিয়ে নানা কটু মন্তব্য করছেন।’

বিয়ের খবর প্রকাশ্যে আনার পরপরই তাহসান উড়াল দেন। ৭ জানুয়ারি মালদ্বীপে হানিমুনের উদ্দেশে যান তাহসান ও রোজা। গতকাল বৃহস্পতিবারও রোজা মালদ্বীপের স্থিরচিত্র পোস্ট করেছেন। আর তাহসানের ফেসবুক পেজে চোখ রাখতেই জানা গেল, গতকাল তিনি কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছিলেন।

তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি সেখানে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন। সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোজা থাকেন নিউইয়র্কের জ্যামাইকাতে। তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তাঁর পরিচয়। গত বছর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। রোজার সঙ্গে কীভাবে পরিচয়, তা তাহসান জানালেন এভাবে, ‘বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।’

সূত্র:https://web.facebook.com/watch/v=1316798686036717&rdid=YjpYZIu9PvCupopr

মো. মহিউদ্দিন

×