ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

ভালোবাসা একসময় জানালা দিয়ে পালাবেই, সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়ার মা

প্রকাশিত: ২১:৫৯, ১৭ জানুয়ারি ২০২৫

ভালোবাসা একসময় জানালা দিয়ে পালাবেই, সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়ার মা

ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়ার মা ডা. মধু চোপড়া সম্পর্কের ভিত্তি নিয়ে মূল্যবান বক্তব্য দিয়েছেন। ডিজিটাল ক্রিয়েটর রদ্রিগো কানেলাসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেকোনো সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। তবে ভালোবাসা একসময় ম্লান হতে পারে, কিন্তু শ্রদ্ধা ও বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকে না।

তিনি বলেন, "শ্রদ্ধা এবং বিশ্বাস ধরে রাখতে কাজ করতে হয়। আপনি যদি বিশ্বাসযোগ্য এবং শ্রদ্ধার যোগ্য না হন, তবে সম্পর্ক সফল হতে পারে না।" তার এই মন্তব্য দীর্ঘমেয়াদী সম্পর্কে ভালোবাসার স্থায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে।

বিশেষজ্ঞদের মতে, ভালোবাসার প্রকৃতি সময়ের সঙ্গে বদলায়। প্রাথমিক পর্যায়ের উত্তেজনা ও আকর্ষণ সময়ের সঙ্গে কমে গিয়ে গভীর সংযোগে রূপ নেয়। মনোবিজ্ঞানী রবার্ট স্টার্নবার্গের ত্রিভুজ তত্ত্ব অনুযায়ী আন্তরিকতা, উত্তেজনা ও প্রতিজ্ঞা ভালোবাসার মূল উপাদান।

বিশ্বাস, শ্রদ্ধা ও যোগাযোগ একটি সম্পর্ককে টিকিয়ে রাখার মূল ভিত্তি। বিশেষজ্ঞরা বলছেন, ইতিবাচক যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে দীর্ঘমেয়াদীভাবে সফল করতে পারে।

সম্পর্কে আবেগীয় ঘনিষ্ঠতা বজায় রাখতে দম্পতিরা একসঙ্গে সময় কাটানো, কৃতজ্ঞতা প্রকাশ এবং নিজেদের দুর্বলতা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। নতুন অভিজ্ঞতায় অংশগ্রহণ সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে।

ডা. মধু চোপড়ার মতে, ভালোবাসা পরিবর্তনশীল হলেও, সঠিক যত্ন এবং প্রচেষ্টায় এটি স্থায়ী বন্ধনে পরিণত হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এম.কে.

×