ছবি: সংগৃহীত।
আনিকা কবির শখ, এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী, যিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে, বেশ কিছু বছর ধরে তিনি নাটক-বিজ্ঞাপনের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন। বর্তমানে তার কাজের সংখ্যা হাতে গোনা।
এর প্রধান কারণ হিসেবে তিনি তার সংসার এবং সন্তানের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। তবে এখন তিনি ধীরে ধীরে আবারো অভিনয়ে ফিরে আসছেন এবং আগের মতোই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছেন বলে জানালেন শখ।
সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী তার অভিনয় জীবন এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সাক্ষাৎকারে শখকে জানতে চাওয়া হয়, এমন কোনো শখ আছে কি যেটি এখনো পূর্ণ হয়নি। এ প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘আমার অনেক ইচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে, আমার পরিবার নিয়ে হজ করতে যাওয়া। তবে এখনো সেটা পূর্ণ হয়নি কারণ আমার সন্তান এখনও ছোট, তার বয়স তিন বছরের নিচে। সে একটু বড় হলে আমি আমার পরিবার নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করছি।’’
এছাড়া, কাজের ক্ষেত্রে শখ আরো বলেন, ‘‘আমি অনেক ধরনের চরিত্রে কাজ করার স্বপ্ন দেখছি, যেগুলো আমি এখনও করতে পারিনি। আমার মনে হয়, এসব চরিত্রে কাজ করতে পারলে আরও নতুন অভিজ্ঞতা অর্জন হবে এবং দর্শকদের কাছে আরও ভালোভাবে পৌঁছাতে পারব।’’
নুসরাত