ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

দীঘির যুক্তরাষ্ট্র গমন নিয়ে গুঞ্জন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ১৭ জানুয়ারি ২০২৫

দীঘির যুক্তরাষ্ট্র গমন নিয়ে গুঞ্জন

.

যুক্তরাষ্ট্রে গেলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়টি। দীঘির পোস্ট অনুযায়ী মধ্যরাতে ঢাকা ছেড়েছেন তিনি। তবে কেন ঢাকা ছাড়লেন আর কেনইবা যুক্তরাষ্ট্রে গেলেন, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দীঘির ঢাকা ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার ঘটনায় ঢাকার শোবিজ মহলে নানা রকম কথা শোনা যাচ্ছে। এদিকে, একটি সূত্র বলছে, দীঘি নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। ওই অনুষ্ঠানের পরেই ঢাকাই সিনেমার এই নায়িকা দেশে ফিরে আসবেন। তবে আরেকটি সূত্র দীঘির এই যুক্তরাষ্ট্র যাত্রাকে একটি ভ্যাকেশন বা ছুটি কাটানোর অংশ হিসেবে উল্লেখ করতে চাইছেন, এজন্য সূত্রটি দীঘির ফেসবুক পোস্টকেই কোট করছেন।
নিজের ফেসবুক হ্যান্ডেলে ভ্রমণকালীন একটি ছবি পোস্ট করেছেন দীঘি। ওই ছবিতে তার হাতে একটি বই দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, অনুমান করতে পারো কে তার স্বপ্নে বাস করে? আলহামদুলিল্লাহ।
সম্প্রতি দীঘি আলোচনায় ছিলেন বডি শেমিং প্রসঙ্গে।  একটা সময় প্রচুর বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অসুস্থতার কারণে শারীরিক স্থূলতা এবং সে থেকে সমালোচকদের নানান মন্তব্য অনেকটা প্রভাবিত করে দীঘিকে। কিন্তু দমে যাননি তিনি। নিজের লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, শরীরকে ফিট করার জন্য আরও কঠিন পরিশ্রম চালিয়ে গেছেন দীঘি। বডি শেমিং নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন জানিয়ে দীঘি বলেন, একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। কারণ এত এত শুনতাম, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতো। একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। তখন ডায়েট হচ্ছে না, জিমও হচ্ছে না; আবার মোটা হয়ে গেলাম। এরপর যখন ঠিক করলাম, আমাকে শুকাতেই হবে, তখন আবার হলো কোভিড। দীঘি আরও বলেন, সুস্থ হতে আমাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেওয়া হলো, যেটাতে স্টেরয়েড থাকে।

×