ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

বোনের বাড়িতে আশ্রয় নিলেন কারিনা কাপুর

প্রকাশিত: ২০:৪১, ১৭ জানুয়ারি ২০২৫

বোনের বাড়িতে আশ্রয় নিলেন কারিনা কাপুর

.

সংস্কৃতি ডেস্ক ॥ বান্দ্রা এলাকায় একের পর এক বলিউড তারকার বাংলোয় হামলার ঘটনায় মুম্বাই প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড তারকা  থেকে শুরু করে তাদের ভক্ত-অনুরাগীরা। গতবছরই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করেন। এবার চলতি বছরের শুরুতেই বান্দ্রার সৎগুরু শরণ বাংলোয় যাবার পর এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলী খানের ওপর এলোপাতাড়ি ছুরির আঘাত করে। এ ঘটনায় বান্দ্রা কি একেবারেই নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে তারকামহলে।
গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা, তান্নাসহ একাধিক তারকা। এদিকে এ ঘটনার  জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। তাই  দুই সন্তানকে নিয়ে  বোন কারিশমা  কাপুরের বাড়িতে রয়েছেন কারিনা কাপুর।
প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে  গেলে তার ওপর হামলা হয়।
গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের  মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত  লেগেছে।
এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সাইফের জ্ঞান ফিরেছে। আপাতত এক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, তবে উদ্বেগের কিছু  নেই। চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে  রেখেছেন। পাশাপাশি আইসিইউ  থেকে  তাকে  জেনারেল  বেডে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে  যেতে  দেওয়া হচ্ছে না।
এদিকে সাইফ আলী খানের ওপর হামলাকারী সন্দেহে এক যুবককে  গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

×