ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

আবেগাপ্লুত তানজিনা রুমা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ১৭ জানুয়ারি ২০২৫

আবেগাপ্লুত তানজিনা রুমা

.

বাংলাদেশে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিনা রুমার সবচেয়ে প্রিয় শিল্পী রুনা লায়লা। ছোটবেলা থেকেই তার ধ্যান-জ্ঞান সব রুনা লায়লাকে ঘিরেই। শুধু তাই নয় স্টেজ শোগুলোতে রুমা রুনা লায়লার অনেক গানই গেয়েছেন তার দীর্ঘ দিনের সংগীত জীবনের পথচলায়। এরই মধ্যে একটি ঘরোয়া আয়োজনে রুনা লায়লার সঙ্গে দেখা করার সুযোগ মিলে রুমার। অনুষ্ঠানে তানজিনা রুমা রুনা লায়লাকে নিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলেন। রুনা লায়লাকে নিয়ে কথা বলতে বলতে এক সময় তার কথা থেমে যায়, আবেগে তার চোখ দিয়ে পানি চলে আসে। তার এমন আবেগে রুনা লায়লাও আবেগাপ্লুত হয়ে যান। রুনা লায়লা কাছে ডেকে নেন। তার মাথায় হাত রেখে দোয়া করেন এবং আবার দেখা হবে এমন প্রতিশ্রুতিও দেন।

জীবনের এই স্মরণীয় মুহূর্তের কথা বলতে গিয়ে তানজিনা রুমা বলেন, মহান আল্লাহর কাছে অসীম কৃপা আমার সবচেয়ে প্রিয় শিল্পী রুনা লায়লা ম্যাডামের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ হলো। তিনি আমাকে কাছে ডেকে নিলেন, আমাকে আদর করলেন, আমাকে দোয়া করে দিলেন। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছুই হতে পারে না। আমি যখন ম্যামকে ভয়ে ভয়ে বললাম, ম্যাম আপনাকে একটু জড়িয়ে ধরি। ম্যাম সম্মতি দিলেন। আমি তাকে জড়িয়ে ধরার পর মনে হলো হয়তো এই দিনটির জন্য, এই মুহূর্তের জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। কখনো ভাবিনি আমি এমন সুযোগ আসবে আমার জীবনে।

×