ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

সাইফের ওপর হামলাকারী আটক

প্রকাশিত: ১৮:৪৮, ১৭ জানুয়ারি ২০২৫

সাইফের ওপর হামলাকারী আটক

ছবি সংগৃহীত

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবককে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে সিসিটিভি ফুটেজে ধরা পড়া অভিযুক্তের গতিবিধি নজরে আসার পর বান্দ্রা স্টেশনে তাকে আটক করা হয়।

বান্দ্রা স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই যুবককে চিহ্নিত করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার গতিবিধি ও পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওই যুবকে জিজ্ঞাসাবাদ চলছে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতির উদ্দেশ্যে সাইফের বাড়িতে প্রবেশ করেছিল অভিযুক্ত।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে সাইফের ওপর হামলা করে এই যুবক। বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করার সময় সাইফ তাকে বাধা দিতে গেলে, অভিযুক্ত তাকে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাইফকে বৃহস্পতিবার ভোরে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এখন আইসিইউ থেকে জেনারেল বেডে নেয়া হয়েছে সাইফকে 

সূত্র: https://www.youtube.com/watch?v=zoj67zCLmZw

আশিক

×