ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

সাইফ আলী খানের উপর আক্রমণের আগে শাহরুখের উপর আক্রমণ চেষ্টা!

প্রকাশিত: ১৭:৫০, ১৭ জানুয়ারি ২০২৫

সাইফ আলী খানের উপর আক্রমণের আগে শাহরুখের উপর আক্রমণ চেষ্টা!

ছবি: সংগৃহীত

বিনোদন জগতে এক প্রকার ভয় লাগিয়ে দিয়েছে সাইফ আলী খানের উপর আক্রমণ প্রসঙ্গ। এবার আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। 

সাইফ আলী খানের উপর আক্রমণ করার আগে দুষ্কৃতিকারীরা শাহরুখ খানের বাড়িতে রেকি করতে গিয়েছিল। 
ইতিমধ্যে সাইফ আলী খানের উপর যে আক্রমণ করেছে তার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এ বি পি আনন্দ থেকে জানা গেছে, সাইফ আলী খানের উপর আক্রমণ করার আগে শাহরুখ খানের বাড়ির কাঁটাতারে আটকে গিয়েছিল দুষ্কৃতিকারীরা। এছাড়াও কয়েকবার সেই বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল তারা।
 
বলিউড কিং শাহরুখ খান। হাজারো ভক্ত মাত করে রেখেছেন তিনি। প্রতিদিন অসংখ্য ফ্যান ভক্তরা শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চান। সেই পরিপ্রেক্ষিতে কে চোর কিংবা কে ভক্ত তা বোঝা খুবই মুশকিল। তাই এর আগে যারা কাঁটা তারে আটকে গিয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। 

ইতিমধ্যে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা চলছে। এখন ভক্তদের মধ্যে প্রশ্ন যে সাইফের উপর আক্রমণ করেছে সেই ব্যক্তিই কি শাহরুখ খানের বাড়ির কাঁটা তারে আটকে গিয়েছিল? 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=yUm4WHxAvzk

শিলা ইসলাম

×