ছবি : সংগৃহীত
জনপ্রিয় কাপিল শার্মা শো তে, কারিনা কাপুর ও কারিশমা কাপুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে কারিনা বলেন, সাইফ আলি কারিশমাকে সবচেয়ে বেশি হিংসা করেন।
তার কারণ হিসেবে কারিনা জানান, সাইফ আলি তাকে বলেছেন কারিনা সাইফের থেকেও বেশি কারিশমার সাথে বেশি কথা বলেন। সাইফ তাকে জানান, তার মনে হয় কারিনা তার থেকেও বেশি কারিশমার সাথে থাকেন।
এই বিষয়ে আলিয়া ভাট ও বলেন, সাইফ আলি তাকে জিজ্ঞেস করেছিল সে কি তার বোনের সাথে সারাক্ষণ ফোনে কথা বলে কি না। কারিনা কারিশমার সাথে সারাক্ষণ কথা বলা তার কাছে অবাক হওয়ার মত।
সম্প্রতি সাইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি এখন সুস্থ আছেন।
মনিষা মিম