ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

বাবা- মা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার না, গায়ক হতে বলে: সাবকনসাস

প্রকাশিত: ১১:৩৯, ১৭ জানুয়ারি ২০২৫

বাবা- মা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার না, গায়ক হতে বলে: সাবকনসাস

“অহনা একটু কথা কহোনা” কি! মনে পড়ছে গানের লিরিক?

হ্যাঁ,টিক ধরেছেন,এটি সাবকনসাস ব্যান্ডের বিখ্যাত একটি গান।

৯০ দশকে জন্ম নেয়া ব্যান্ড সাবকনসাস।জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কেমন চলছে সাবকনসাসের যাত্রা এই নিয়ে এক বিনোদন আড্ডায় বিভিন্ন কথা বলেন। 

একটা দেশের ৬% অর্থনৈতিক উপার্জন করে একটি ব্যান্ড- বলেন সাবকনসাস  ব্যান্ডের ড্রামার।ব্যান্ডের ভোকালিস্ট বলেন,জেমস বাংলাদেশেরে একমাত্র রকস্টার।

কথা প্রসেঙ্গে উঠে আসে বর্তমান সমাজে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা মায়ের ভিন্ন ধারার চিন্তার কথা।

বাবা-মা এখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন চিন্তা করছে। তারা  শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলছে না। বরং গায়ক, চিত্রশিল্পী, ক্রীড়াবিদ বা অন্যান্য সৃজনশীল পেশায় ক্যারিয়ার গড়তে উৎসাহিত করছে। 

এই পরিবর্তন আধুনিক সমাজে ব্যক্তিগত প্রতিভা এবং আগ্রহকে বেশি গুরুত্ব দেওয়ার একটি প্রতিফলন। এটি প্রমাণ করে যে, পেশা এখন আর ঐতিহ্যগত ধারা মেনে চলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈচিত্র্যময় এবং সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়ার যুগে প্রবেশ করেছে।

 সাবকনসাস ব্যান্ড মাঝে দীর্ঘবিরতি দিয়েছিলো।নতুন উদ্যমে তারা আবারো কাজ শুরু করতে যাচ্ছে।

আফরোজা

×