ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

বাজে কমেন্টস আপন জীবনের হতাশার বহিঃপ্রকাশ: নিলয়

প্রকাশিত: ১০:১০, ১৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:১১, ১৭ জানুয়ারি ২০২৫

বাজে কমেন্টস আপন জীবনের হতাশার বহিঃপ্রকাশ: নিলয়

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নাটকের জনপ্রিয় নায়ক নিলয় মক্কায় ভ্রমণের সময় সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এর আগে পাতায়া বা মায়ামি বিচ থেকে ছবি পোস্ট করলেও এতো বাজে মন্তব্য পাননি বলে উল্লেখ করেছেন তিনি। তবে পবিত্র মক্কা থেকে ছবি পোস্ট করার পর থেকেই নেটিজেনদের একাংশের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি।

নিলয় তার একটি পোস্টে লিখেছেন, “পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো মন্তব্য করুন, ভালো না লাগলে এড়িয়ে যান। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মত আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।”

তিনি আরও বলেন, “বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকলে জীবন সুন্দর হবে।”

নেটিজেনদের সমালোচনার প্রেক্ষিতে নিলয় মনে করেন, কিছু মানুষ নিজেদের জীবনের হতাশা থেকে এই ধরনের মন্তব্য করেন। তবে তার এই বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

ধর্মীয় অনুভূতির প্রতি অশ্রদ্ধা এবং পবিত্র স্থান থেকে ছবি শেয়ার করা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ একে ধর্মীয় স্থানের পবিত্রতার প্রতি অসম্মান হিসেবে দেখছেন।

বাংলাদেশের বিনোদন জগতে নিলয় একজন পরিচিত মুখ। তার এই ঘটনা ধর্মীয় এবং সামাজিক মিডিয়ার ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

মারিয়া

×