ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৪৮, ১৭ জানুয়ারি ২০২৫

‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

পৃথিবী খ্যাত চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ

না ফেরার দেশে পারি জমিয়েছেন পৃথিবীখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ। নির্মাতার অফিসিয়াল ফেসবুক পেজে তার পরিবারের লোকজন এ তথ্য জানিয়েছেন।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয় ওই ফেসবুক পোস্টে।

মার্কিন এ নির্মাতার জন্ম ১৯৪৬ সালে। ইরেজারহেড, ব্লু ভেলভেট, দ্য স্ট্রেইট স্টোরি, লস্ট হাইওয়ে, দ্য এলিফেন্ট ম্যান, ওয়াইল্ড অ্যাট হার্টসহ একাধিক জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন তিনি।

‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিটি ১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মাঝে ‘টুইন পিকস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম। তার অন্যতম উল্লেখযোগ্য ছবির নাম মুলহল্যান্ড ড্রাইভ।

শহীদ

×