ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

তাহসানের স্ত্রী রোজার রাজত্ব চলছেই!

প্রকাশিত: ২০:৩৬, ১৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:১৩, ১৬ জানুয়ারি ২০২৫

তাহসানের স্ত্রী রোজার রাজত্ব চলছেই!

ছবিঃ সংগৃহীত

তাহসানের বর্তমান স্ত্রী রোজা এখন যেন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে। ফেসবুক, রিলস, এবং অন্যান্য প্ল্যাটফর্মে রোজার বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে তাহসানের সাথে তার রোমান্টিক মুহূর্তগুলো ঘিরে চলছে ব্যাপক চর্চা। গণমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে প্রতিবেদন ও আলোচনা যেন শেষই হচ্ছে না।

রোজার স্টাইল, ব্যক্তিত্ব, এবং হাসিখুশি স্বভাব তাকে করে তুলেছে জনপ্রিয়তার শীর্ষে। অনেকেই তাদের জুটিকে "পারফেক্ট কাপল" হিসেবে প্রশংসা করছেন। তবে, সমালোচনাও পিছু ছাড়ছে না। কিছু নেটিজেন প্রশ্ন তুলছেন তাঁদের ব্যক্তিগত জীবনের এতটা প্রচারের যৌক্তিকতা নিয়ে।

তাহসান অবশ্য বিষয়টি নিয়ে খুবই স্বাভাবিক আচরণ করছেন এবং জানিয়েছেন, "মানুষের ভালোবাসা ও সমালোচনা দুটোই আমাদের জীবনের অংশ।" রোজা নিজেও এই জনপ্রিয়তাকে ইতিবাচকভাবে নিচ্ছেন এবং বলেছেন, "এটা ভালো লাগার বিষয় যে মানুষ আমাদের নিয়ে এতটা আগ্রহী।"

মারিয়া

×