ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

লায়লা

মামুনের স্বপ্নই ছিল আমার স্বপ্ন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:৫৩, ১৫ জানুয়ারি ২০২৫

মামুনের স্বপ্নই ছিল আমার স্বপ্ন

ছবিঃ সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় আলোচিত ও সমালোচিত টিকটকার মামুন ও লায়লা, মামুনের স্বপ্নই ছিল লায়লার স্বপ্ন। একসময় তিনি চেয়েছিলেন মামুন মাইকেল জ্যাকসনের মতো বিশ্বখ্যাত শিল্পী হোক। লায়লার বিশ্বাস ছিল, মামুন একদিন স্টেডিয়ামভর্তি মানুষের সামনে নাচবেন, গান করবেন, এবং তার প্রতিভা দিয়ে বিশ্বকে মুগ্ধ করবেন। মামুনের স্বপ্নই ছিল লায়লার স্বপ্ন।

সম্প্রতি লায়লা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সম্পর্কের সময় মামুনের স্বপ্নের প্রতি তার কতটা সমর্থন ছিল। তিনি বলেন, "মামুন সবসময় মাইকেল জ্যাকসনের মতো হতে চেয়েছিল। আমিও চেয়েছিলাম সে এমন কিছু করুক যা তাকে বড় মাপের একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করবে। তার স্বপ্নই তখন আমার স্বপ্ন হয়ে উঠেছিল।"

তবে জীবনের বিভিন্ন বাঁক এবং পরিস্থিতি তাদের সম্পর্ক ও সেই স্বপ্নকে ভিন্ন পথে নিয়ে যায়। যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি, লায়লার কথায় স্পষ্ট, তিনি মামুনের প্রতিভা ও স্বপ্নের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন।লায়লার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। 

জাফরান

×