ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ভাইরাল ডায়লগে মাতলো ২০২৪: সাড়া জাগানো সেরা দশ!

প্রকাশিত: ১৫:২৬, ১৫ জানুয়ারি ২০২৫

ভাইরাল ডায়লগে মাতলো ২০২৪: সাড়া জাগানো সেরা দশ!

ছবি: সংগৃহিত।

২০২৪ সাল অনেক আলোচনার জন্ম দিয়েছে—রাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনীতি সবই প্রভাব ফেলেছে জনজীবনে। তবে এর মধ্যেও সারা বছর মানুষ বিনোদনের খোরাক পেয়েছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া কিছু ডায়লগ থেকে। ফেসবুক পোস্ট, কমেন্ট কিংবা মিম—এসব জায়গায় ডায়লগগুলো হাসি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

চলুন জেনে নিই বছরের আলোচিত সেই ভাইরাল ডায়লগগুলো:
১. শেখ হাসিনা পালায় না – রাজনৈতিক মঞ্চে বলা এই ডায়লগ সাড়া ফেলেছে দেশজুড়ে।
২. নাটক কম করো প্রিয় – সোশ্যাল মিডিয়ায় মিম ও ট্রল তৈরির অন্যতম ডায়লগ।
৩. প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ… – আবেগঘন একটি বক্তব্য, যা জনপ্রিয় হয় ফেসবুকে।
৪. মুরুব্বি মুরুব্বি, উহু উহু… – হাস্যরসের সৃষ্টি করে বারবার শোনা গেছে এটি।
৫. পালাবো না, কোথায় পালাবো! প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো – একটি রাজনৈতিক বিতর্কে বলা কথাটি রীতিমতো ভাইরাল।
৬. Nice and attractive – সাধারণ মন্তব্যের মতো শোনালেও, এটি ট্রেন্ডিং হয়েছে ফেসবুক মিমে।
৭. She has made us smarter – সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কিংবা কটাক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছে।
৮. এই মামা না প্লিজ – মজাদার কমেন্টের মধ্যে এটি শীর্ষে ছিল।
৯. রাবিশ কথা বলবেন না – বিতর্কিত আলোচনার মধ্যে একটি বহুল ব্যবহৃত মন্তব্য।
১০. থাকবেনা, বাংলাদেশে আর থাকবে না – কথাটি ভারতী উপস্থাপক ময়ূখ রঞ্জনের মুখে শোনা গেছে বহুবার যা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এসব ডায়লগ শুধু বিনোদনের জন্য নয়, বরং সমসাময়িক ঘটনা ও জনগণের আবেগের প্রতিফলন। সোশ্যাল মিডিয়ার শক্তি যে তথ্য ও বিনোদনের নতুন ক্ষেত্র তৈরি করেছে, তারই প্রতিচ্ছবি এ ডায়লগগুলো।

২০২৫ সালে নতুন কী ডায়লগ ভাইরাল হবে, তা দেখার অপেক্ষায় এখন সবাই!

সায়মা ইসলাম

×