ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

প্রকাশিত: ১৪:৪২, ১৫ জানুয়ারি ২০২৫

মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

ছবি: সংগৃহীত

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল, যিনি তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রায়ই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যও করে থাকেন। সম্প্রতি, তিনি তার প্রয়াত মা, হাজি জবেদা বেগমের নামে একটি মসজিদ নির্মাণ করেছেন।

গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে অবস্থিত এই মসজিদটির নাম রাখা হয়েছে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স। ২০২৩ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয় এবং এবার তা সম্পন্ন হয়েছে। মসজিদটির নির্মাণকাজ শেষ হওয়ার পর, ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই সুখবরটি জানিয়েছেন।

বর্তমানে মসজিদ নির্মাণ কাজের পরবর্তী ধাপে মাদ্রাসা নির্মাণের কাজ চলছে। ডিপজল জানান, মাদ্রাসা পরিচালনার সকল দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছেন, এবং এ উদ্যোগে তিনি তার মায়ের স্মৃতিকে চিরকাল জীবিত রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার এই দানশীল উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

নুসরাত

×