ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

তাহসান-রোজার হানিমুন এক্সক্লুসিভ ভিডিও (ভিডিওসহ)

প্রকাশিত: ২৩:৫৪, ১৪ জানুয়ারি ২০২৫

তাহসান-রোজার হানিমুন এক্সক্লুসিভ ভিডিও (ভিডিওসহ)

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছিল উত্তেজনা। গত ৪ জানুয়ারি ঢাকার একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের তিন দিন পর, ৭ জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপের পথে পাড়ি জমান এই নবদম্পতি। মালদ্বীপের সৈকতঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মধুচন্দ্রিমা উদযাপন করছেন তারা, যার ছবি ও ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) তাহসান কোনো পোস্ট না করলেও রোজা আহমেদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে উঠে এসেছে তাদের ভালোবাসামাখা মধুর মুহূর্ত।

ছবিগুলোতে দেখা যায়, সাগরপাড়ের বালুময় বিচে একসঙ্গে হাঁটছেন নবদম্পতি। রোজা লাল স্লিভলেস ক্লাসিক পোশাকে এবং তাহসান গোলাপি শার্ট ও সাদা থ্রিকোয়াটার প্যান্টে সেজেছেন। গোধূলি লগ্নের আলো আর প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে তৈরি হয়েছে রোমান্টিক পরিবেশ।

ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, “জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক!”

নেটিজেনদের প্রশংসায় ভাসছে এই পোস্ট। অনেকেই বলেছেন, জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছেন তাহসান-রোজা। তাদের রোম্যান্টিক ছবি ও ভিডিও দেখে প্রশংসায় মেতেছেন ভক্তরা।

ভিডিও দেখুন: https://www.facebook.com/reel/598197176127945

এম.কে.

×