ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা, শুরু হল নতুন জীবনের যাত্রা

প্রকাশিত: ২১:৪৪, ১৪ জানুয়ারি ২০২৫

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা, শুরু হল নতুন জীবনের যাত্রা

বছরের শুরুতেই দেশের শোবিজ অঙ্গনে বিয়ের হিড়িক। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ শাম্মী ইসলাম নীলা।নীলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩-এর মুকুটজয়ী নীলা আন্তর্জাতিক মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

নীলা সোমবার (১৩ জানুয়ারি) নিজের ফেসবুকে বিয়ের কিছু দারুণ ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "এটা সহজ ছিল না, কিন্তু আমরা সম্ভব করেছি। আমরা এখন বিবাহিত।"বিয়ের অনুষ্ঠানে নীলা লাল রঙের হেভি কাজ করা লেহেঙ্গা পরেছিলেন, যা নেয়া হয়েছিল লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ড ‘সভ্যতা’ থেকে। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজেও তার বিয়ের ছবি প্রকাশিত হয়েছে, যা নীলা গর্বের সঙ্গে শেয়ার করেছেন।

 

রাজু

×