ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

জানা গেলো নার্গিস ফকরির বলিউড ত্যাগের আসল কারণ

প্রকাশিত: ২০:৪৩, ১৪ জানুয়ারি ২০২৫

জানা গেলো নার্গিস ফকরির বলিউড ত্যাগের আসল কারণ

ছবি: সংগৃহীত

একসময় ‘রকস্টার’ ও ‘ম্যাড্রাস ক্যাফে’-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন নার্গিস ফখরি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বলিউড থেকে যেন দূরে সরে গিয়েছেন তিনি। কেন এমনটা হল, তা নিয়ে দীর্ঘদিন ধরে অনুরাগীদের মধ্যে জল্পনা চলেছে। এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন নার্গিস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড থেকে সরে আসার পেছনের কারণ এবং তাঁর কেরিয়ারের নানা দিক নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। নার্গিস জানান, বলিউডে কাজের ধরণ ও পরিবেশ এক সময় তাঁকে ক্লান্ত করে তোলে। তাঁর কথায়, "একটা অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়েছিলাম, যার কারণে আর বলিউডে ফেরা সম্ভব হয়নি। তবে সে বিষয়ে এখন আর কথা বলতে চাই না।"

তবে তিনি এ-ও বলেন, "সবার সঙ্গেই এমনটা ঘটে না। বলিউডে অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ করেছি, যাঁদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে খুবই মূল্যবান।"

আইটেম গানের প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন নার্গিস। তাঁর মতে, "পাশ্চাত্য নাচের স্টাইল আমি জানি, কিন্তু শুটিংয়ের আধ ঘণ্টা আগে নাচ শেখা, তারপর সেটে গিয়ে লিপ দেওয়া— এসব খুব কঠিন। আর সেটে অনেক কিছু হয়, যা হয়তো বলিউডের সংস্কৃতির অংশ, কিন্তু পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।"

নার্গিসের মতে, যাঁরা বলিউডের বাইরের জগৎ থেকে আসেন, তাঁদের জন্য এই অভিজ্ঞতাগুলো সামলানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। সবাই তা মানিয়ে নিতে পারেন না।
 

মারিয়া

×