ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অভিনেত্রী তাবু

বিয়ে জীবনের জন্য প্রয়োজনীয় না

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:৪১, ১৪ জানুয়ারি ২০২৫

বিয়ে জীবনের জন্য প্রয়োজনীয় না

অভিনেত্রী তাবু

ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী তাবু সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্টভাষায় কথা বলেছেন। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি সিঙ্গেল থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং বিয়ে তার জীবনের জন্য প্রয়োজনীয় নয়।

তাবু বলেন, "আমি আমার জীবনের প্রতিদিনের কাজ নিজে করি এবং এতে আমি ভীষণ আনন্দ পাই। নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা আমাকে সুখী রাখে।"

তার এই মন্তব্য অনেককেই অনুপ্রাণিত করেছে। বিশেষত, যারা একক জীবনকে সামাজিক চাপের বাইরে গিয়ে উপভোগ করতে চান। তাবু দীর্ঘদিন ধরে তার অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি সবসময়ই নিজের পছন্দ ও সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছেন।

তার মতে, একজন মানুষের সুখ নির্ভর করে তার নিজস্ব পছন্দ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির ওপর। বিয়ে না করেও জীবন সফল ও সুখী হতে পারে—এটাই তাবুর জীবন থেকে শেখার অন্যতম বড় বার্তা।
 

জাফরান

×