ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

একসময়কার  ঝড় তোলা মডেল ও অভিনেত্রী, এখন সন্ন্যাসী!

প্রকাশিত: ১৯:৩৬, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:০২, ১৪ জানুয়ারি ২০২৫

একসময়কার  ঝড় তোলা মডেল ও অভিনেত্রী, এখন সন্ন্যাসী!

একসময়কার মডেল ও অভিনেত্রী। এর পাশাপাশি উপস্থাপনাতেও সক্রিয় ছিলেন তিনি। অনেকের কাছে আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার হিসেবেও পরিচিত ছিলেন। কিন্তু এবার দেখা মিলল  একজন সন্ন্যাসী রূপে। সেই সন্ন্যাসীর নাম হার্ষা রিচারিয়া।

ভারতে প্রতিবছরই সাধু-সন্ন্যাসীদের নিয়ে আয়োজন করা হয় বাৎসরিক সাংস্কৃতিক উৎসব মহাকুম্ভ। সেই আয়োজনে যোগ দেন হার্ষা রিচারিয়া। তার একটি ভিডিও সাক্ষাৎকার নেওয়া হলে সেটি সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। কারণ, সেই সন্ন্যাসীর রূপ, চালচলনের মাঝে পাওয়া যায় আলাদা কিছু।

হার্ষা রিচারিয়ার বয়স এখন ৩০। তিনি যখন ২৮, অর্থাৎ ঠিক দুই বছর আগে তিনি এই জীবন বেছে নেন নিজের জন্য। এখন তাকে নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনার কোনো অন্ত নেই। একটা সময় বেশ খোলামেলা পোশাকে মডেলিং করেছেন। তবে তেমন একটা পরিচিতি ছিল না তার।

সন্ন্যাসীদের সেই উৎসবে হার্ষার সৌন্দর্য দেখে এক ইউটিউবার তাকে প্রশ্ন করেন, আপনি এত সুন্দর, অথচ সন্ন্যাসী বনে গেছেন, কেন! জবাবে হার্ষা জানান, ক্যারিয়ারে সফল হলেও শান্তির অভাব ছিল তার জীবনে। আর তাই শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথ বেছে নেন।

এই সন্ন্যাসীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেক ছবি রয়েছে। এতে স্পষ্ট যে তিনি এখন পবিত্র কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখেন। হামেশাই নিজের সন্ন্যাসী জীবনের সুন্দর মুহূর্তও শেয়ার করেন হার্ষা। 

মহি

×