ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মশার কামড়ে সামান্থা অসুস্থ, জয়েন্টে জয়েন্টে ব্যথা

প্রকাশিত: ১৪:২২, ১৪ জানুয়ারি ২০২৫

মশার কামড়ে সামান্থা অসুস্থ, জয়েন্টে জয়েন্টে ব্যথা

সামান্থা রুথ প্রভু

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে অসুস্থতা যেন ছাড়ছেই না। আবারও অসুস্থ হয়ে গেলেন তিনি। এবার তাকে কাবু করেছে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া। ফলে তার প্রতিটি জয়েন্ট অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা এই নায়িকার।

সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমের দেওয়া এক পোস্টে জানান, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একেবারেই বিছানায় পড়ে গেছেন নায়িকা। সঙ্গে টানা চিকিৎসাও চলছে তার। যদিও অসুস্থতার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত আছেন।

এই অভিনেত্রী জানান, চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন তিনি। সঙ্গে নিতে বলা হয়েছে পর্যাপ্ত বিশ্রাম। আর ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন। 

সামান্থা রুথ প্রভু লিখেছেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’ তবে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান এই নায়িকা। 

×