ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

হানিমুনে যেমন সময় কাটছে তাহসান-রোজার!

প্রকাশিত: ১১:৪৮, ১৪ জানুয়ারি ২০২৫

হানিমুনে যেমন সময় কাটছে তাহসান-রোজার!

ছবি: সংগৃহিত।

নতুন বছরের শুরুতেই তাহসান আবার শিরোনামে। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর নিয়ে আলোচনায় আসেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। তবে এবার তাদের মালদ্বীপের হানিমুনের ছবি ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

রোববার রাতে তাহসানের স্ত্রী রোজা আহমেদ ফেসবুকে কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, "জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।" পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা। 

ছবিতে দেখা গেছে, মালদ্বীপের সাগরপাড়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন রোজা। পরনে লাল পোশাক, মুখে প্রশান্তির ছোঁয়া। দূর আকাশে ছোট্ট দ্বীপের পটভূমি ছবিকে করেছে আরও মোহনীয়। ভক্তরা মন্তব্যে একে তুলনা করেছেন "চাঁদের আলো" কিংবা "এক ফ্রেমে তিনটি চাঁদ" বলে।

তাহসান-রোজার প্রেমের গল্পটিও কম রোমাঞ্চকর নয়। পরিচয় বাংলাদেশে, তবে বিয়ের সিদ্ধান্ত হয় পারিবারিকভাবে। রোজা বর্তমানে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং সামাজিক মাধ্যমে তার প্রশিক্ষণ কার্যক্রম ব্যাপক জনপ্রিয়।

তাহসানের এক বাক্যে তাদের সম্পর্কের সারাংশ, "পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে সারাজীবনের সঙ্গী।"

আপনাদের কি মনে হয়, এই তারকা জুটির সম্পর্ক আরও বিস্তৃত আলোচনার জন্ম দেবে? মন্তব্যে জানান!

সায়মা ইসলাম

×