ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

হলিউড কি সত্যিই পুড়ে গেছে?

প্রকাশিত: ০৩:৩০, ১৪ জানুয়ারি ২০২৫

হলিউড কি সত্যিই পুড়ে গেছে?

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্র ও বিনোদনের রাজধানী হলিউডে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানলে ব্যাপক আগুন ছড়ানোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, অনেকের মনে প্রশ্ন উঠেছে— সত্যিই কি হলিউড পুড়ে গেছে?

প্রথমে এটা জানা জরুরি যে, হলিউড কোন একক স্টুডিও নয়। এটি লস এঞ্জেলস শহরের একটি বিখ্যাত এলাকা, যা বিশ্বব্যাপী চলচ্চিত্র, টেলিভিশন এবং বিনোদন শিল্পের প্রতীক হিসেবে পরিচিত।

ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট পিকচারস এবং ডিজনির মতো বিখ্যাত স্টুডিওগুলো এখানেই প্রতিষ্ঠিত হয়েছে। হলিউডের নাম শুনলেই যে সিনেমা আর গ্ল্যামারের ছবি ভেসে ওঠে, তা মূলত এই এলাকার বিনোদন জগতের জনপ্রিয়তার প্রতিফলন।

হলিউডের সবচেয়ে পরিচিত চিহ্ন হল হলিউড সাইন, যা লস এঞ্জেলসের হলিউড হিলসের মাউন্টলিতে অবস্থিত। ১৯২৩ সালে একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনের জন্য এই সাইনটি স্থাপন করা হয়েছিল, যা ১৯৪৯ সালে শুধু "হলিউড" হিসেবে পরিচিতি লাভ করে। এখন এটি লস এঞ্জেলস এবং বিশ্বব্যাপী বিনোদন জগতের অন্যতম প্রতীক।

সাম্প্রতিক দাবানলের কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে যে, হলিউড সাইনটি পুড়ে যাচ্ছে। তবে হলিউড সাইন ট্রাস্টের এক মুখপাত্র জানিয়েছেন, সাইনটি অক্ষত রয়েছে এবং দাবানলের কারণে কোনো ক্ষতি হয়নি। আসলে, এসব ছবি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

তবে, হলিউড সাইন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হলিউড বুলেভার্ড এবং সানসেট বুলেভার্ডে দাবানলের প্রভাব দেখা গেছে। এছাড়া, হলিউড সাইন থেকে ৫০ কিলোমিটার দূরে প্যাসিফিক প্যালিসেটসে অনেক তারকার বিলাসবহুল বাড়ি পুড়ে গেছে।

অতএব, হলিউড পুড়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি, তবে এই এলাকা দাবানলের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় একাধিক দাবানল একসাথে ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ভিডিও দেখুন: https://youtu.be/csO_5qQqhmU?si=LVJ1p2MqYBzUtwTx

এম.কে.

×