ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বিয়ে করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত নীলা

প্রকাশিত: ২৩:৫০, ১৩ জানুয়ারি ২০২৫

বিয়ে করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত নীলা

২০২৫ সালটা যেন বিয়ের সাল হয়েই দাঁড়িয়েছে। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ শাম্মি ইসলাম নীলা । 

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এ বিজয়ীর মুকুট জেতেন তিনি। বর্তমানে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল শাম্মি ইসলাম নীলা।

তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়, এবং তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন।নীলা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতি পেয়েছেন।বিজয়ীর মুকুট জেতা শাম্মি ইসলাম নীলা মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।উল্লেখ্য,মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ আসরে ২০ প্রতিযোগীর মধ্যে থেকে পাঁচ বিচারক তাকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ হিসেবে নির্বাচন করেন। প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন যথাক্রমে আকলিমা আতিকা কণিকা ও শাকিরা তামান্না।

আফরোজা

×